ফাইল চিত্র

ঘোষণা হয়ে গেছে নির্বাচনী নির্ঘন্ট। এখনও রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে না পারলেও সোমবার গোটা রাজ্য জুড়েই এসইউসিআই (কমিউনিস্ট) তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। পূর্ব বর্ধমান জেলায় ৭ টি কেন্দ্রে এবার তারা প্রার্থী দিচ্ছেন। গোটা জেলার মধ্যে নজরকাড়া আসন বর্ধমান দক্ষিণ কেন্দ্রে দাঁড়াচ্ছেন তরুণ লড়াকু নেতা অনিরুদ্ধ কুন্ডু। বর্ধমান উত্তর কেন্দ্রে প্রার্থী হয়েছেন কালীচরণ সর্দার। কেতুগ্রাম থেকে লড়বেন সত্যনারায়ণ মন্ডল, মঙ্গলকোট থেকে মুকলেনুর রহমান এবং আউশগ্রাম (এস সি) আসন থেকে লড়াই করবেন মনসাচরণ মেটে। কালনার প্রার্থীর নাম পরে জানানো হবে বলে জানানো হয়েছে।

এদিকে, আগামী ৪ মার্চ বর্ধমানের ব্যবসা বনধকে স্থগিত করল জেলা ব্যবসায়ী ঐক্য মঞ্চ। সোমবার সাংবাদিক বৈঠকে এই ঐক্য মঞ্চের নেতা বিশ্বেশ্বর চৌধুরী জানিয়েছেন, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় তাঁরা সাময়িক ভাবে এই বনধকে স্থগিত করেছেন। কিন্তু বর্ধমান শহরের মধ্যে দিয়ে ক্রিশক্রশ ভাবে বিভিন্ন রুটের বাস চালুর যে মুল দাবি তাঁদের রয়েছে সেই দাবিকে সামনে রেখেই পুর্ব ঘোষণা অনুযায়ী তাঁরা বর্ধমান দক্ষিণ কেন্দ্রে ব্যবসায়িক প্রতিনিধির প্রার্থী দাঁড় করাচ্ছেন। আগামী ৪ মার্চ এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হবে। তারপরই চলতি সপ্তাহের শেষে তাঁরা প্রার্থীর নাম ঘোষণা করে দেবেন। এদিন, বিশ্বেশরবাবু জানিয়েছেন, তাঁরা অপেক্ষা করছিলেন কোন রাজনৈতিক দল তাঁদের দাবী মেনে এগিয়ে আসেন কিনা। কিন্তু মৌখিকভাবে কেউ কেউ কথা বললেও সেভাবে কেউ এগিয়ে আসেনি। তাই তাঁরাও এবার প্রার্থী দেওয়ার দিকে এগোচ্ছেন। তিনি এদিনও দাবি করেছেন, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোটারদের মধ্যে প্রায় ৭০ শতাংশই ব্যবসার সঙ্গে যুক্ত। তাই স্বাভাবিকভাবেই তাঁদের প্রার্থী সহজেই জয়ী হবেন।

Like Us On Facebook