রবিবার প্রকাশিত হল আইসিএসই পরীক্ষার ফলাফল। আর সর্বভারতীয় এই ফলাফলে প্রথম ও নবম স্থান অধিকার করে বর্ধমানের মুখ উজ্জ্বল করল দুই ছাত্র-ছাত্রী। সর্বভারতীয় স্তরে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে বর্ধমানের সেণ্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায়। তার প্রাপ্ত নম্বর ৮৯২। বর্ধমান শহরের পার্কাস রোড এলাকার বাসিন্দা সম্বিত জানিয়েছে, এই ফলে সে খুশি। যে পরিশ্রম করেছে তার ফল সে পেয়েছে। আইআইটি তথা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্য তার। এই ফল থেকে সে আরও উৎসাহিত হয়েছে। সম্বিতের বাবা মনোজ মুখোপাধ্যায় ওয়েষ্ট বেঙ্গল কেমিক্যাল ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেডের বিজ্ঞানী। মা সুতপা সিনহা মুখার্জ্জী বর্ধমানের মেমারি থানার দেবীপুর স্টেশন গার্লস হাইস্কুলের শিক্ষিকা। সম্বিত জানিয়েছে, রাত জেগে কোনদিনই সে পড়েনি। বেশি চাপ নিয়েও সে পড়াশোনা করেনি। ভাল ছবি আঁকা, গীটার এবং দাবা খেলতে ভালবাসে সে। ভালবাসে ক্রিকেট খেলতে।
এদিকে, সম্বিতের পাশাপাশি বর্ধমানের ইস্ট ওয়েস্ট মডেল স্কুলের ছাত্রী অন্তরা দাঁ আইসিএসই পরীক্ষায় ৯ম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৯৯.৪ শতাংশ। অন্যদিকে, এদিন সেণ্ট জেভিয়ার্স স্কুল বর্ধমানের অধ্যক্ষ ডাঃ এ.এস. মেরি জোসেফ সাভারিয়াপ্পান জানিয়েছেন, তাঁদের স্কুল থেকে সর্বভারতীয় র্যাংকিংয়ে প্রথম স্থানের পাশাপাশি রাজ্য তালিকায় দুজন ছাত্র চতুর্থ স্থান অধিকার করেছে। তিনি জানিয়েছেন, তাঁদের স্কুলের ছাত্র বাদশাহী রোড এলাকার বাসিন্দা অনীশ দত্ত এবং রসুলপুরের বাসিন্দা অরীত্র বসু দুজনেই ৯৯.২০ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। র্যাংক তালিকায় স্থান পাওয়া ছাত্রছাত্রীদের পাশাপাশি স্কুলের সামগ্রিক সাফল্যে তাঁরা খুবই অনিন্দিত বলে জানিয়েছেন অধ্যক্ষ ডাঃ এ.এস. মেরি জোসেফ সাভারিয়াপ্পান।