রেলের টিকিট দালালির অভিযোগে বর্ধমান স্টেশন থেকে ধরা পড়লো শহরের গোলাহাট এলাকার এক ট্রাভেল এজেন্সির মালিক। দালাল চক্রের অভিযোগ বহুদিনের।রেলের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হলেও এখনও সক্রিয় দালালচক্র। আগাম খবরের ভিত্তিতে রেলওয়ে প্রটেকশন ফোর্স এর ক্রাইম ইন্টিলিজেন্স ব্যুরোর (সিআইবি ) অফিসারেরা গোপনে বেশ কিছুদিন নজরদারি চালানোর পর গতকাল বর্ধমান স্টেশনের টিকিট কাউন্টার থেকে হাতেনাতে পাকড়াও করে শ্বাশত রায়চৌধুরী নামে ওই ট্রাভেল এজেন্টকে। এরপর অভিযুক্তকে তুলে দেওয়া হয় আরপিএফ এর হাতে। ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর ধৃতকে সঙ্গে নিয়ে তার বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় রেল পুলিশ। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির গোলাহাটের অফিস থেকে প্রচুর ফাঁকা রিজার্ভেশন স্লিপ, বাতিল টিকিট প্রভৃতি উদ্ধার করা হয়েছে। রবিবার ধৃতকে রেলের টিকিট দালালির অভিযোগে বর্ধমান আদালতে পেশ করা হয়।