প্রায় সাড়ে নয় ফুট উচ্চতা এবং প্রায় ৮ ফুট চওড়া আস্ত সেগুন কাঠের কার্জনগেটের রেপ্লিকা বানিয়ে তাক লাগিয়ে দিলেন বর্ধমানের শিল্পী চঞ্চল মণ্ডল। বর্ধমান শহরের উল্লাস এলাকায় এক ব্যক্তির দেওয়াল আলমারির জন্য এই শিল্পকর্মকে তিনি ফুটিয়ে তুলেছেন। চঞ্চলবাবু জানিয়েছেন, এর আগেও তিনি শকুন্তলা, জগন্নাথ, বলরাম ও শুভদ্রার মূর্তি বানিয়েছিলেন। বর্ধমান শহরের ঐতিহ্যবাহী কার্জনগেটের এতবড় কাঠের রেপ্লিকা তৈরির সাহস এখনও পর্যন্ত কেউ করেননি।

চঞ্চলবাবু জানিয়েছেন, প্রায় এক মাস ধরে প্রায় ৫ জন সহ-শিল্পীকে নিয়ে সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই কার্জনগেটের অনুকরণে এই শিল্পকর্মকে। এজন্য খরচ পড়ছে প্রায় দেড় লক্ষ টাকা। উল্লেখ‌্য, বর্ধমানে অতিথিদের বরণ করার জন্য সোলা বা থার্মোকল কিংবা খড় দিয়ে কার্জনগেটের অনুকরণে ছোট ছোট শিল্পকে ফুটিয়ে তোলা হলেও কাঠ দিয়ে এতবড় শিল্পকর্ম এখনও কেউ করেননি। ইতিমধ্যেই চঞ্চলবাবুর এই শিল্পকর্মকে দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার বাসিন্দারাও।

Like Us On Facebook