বর্ধমান রেল স্টেশনের নাম পরিবর্তন হতে চলেছে। বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হবে বিপ্লবী বটুকেশ্বর দত্ত’র নামে। শনিবার বিহারে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিহার বিজেপির প্রধান নিত্যানন্দ রাই। যদিও রেলের তরফ থেকে এখনও এব্যাপারে কোন ঘোষণা করা হয় নি।
স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের জন্ম পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ওঁয়াড়ি গ্রামে। স্বাধীনতার পরে তিনি বিহারের রাজধানী পাটনার জক্কনপুর এলাকায় চলে যান। বিপ্লবী বটুকেশ্বর দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার পাটনার জক্কনপুর এলাকায় যে বাড়িতে বিপ্লবী থাকতেন সেই বাড়িতে যান কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই সঙ্গে ছিলেন বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান প্রমুখ। সেখানে তাঁরা বটুকেশ্বর দত্তের কন্যা ভারতী বাগচির সঙ্গে দেখা করেন। এদিন নিত্যানন্দ রাই জানান, স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তকে সম্মান জানাতে বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করে বিপ্লবীর নামে করা হবে।
১৯১০ সালে বটুকেশ্বর দত্তের জন্ম পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ওঁয়াড়ি গ্রামে। বিপ্লবী চন্দ্রশেখর আজ়াদের হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনে অংশগ্রহণ করেন বটুকেশ্বর দত্ত। পরে ভগৎ সিংয়ের সঙ্গে সংসদে বোমা হামলার অভিযোগে জেল হয় তাঁর। পুলিশ কর্তাকে হত্যার অভিযোগে এরপর ফাঁসি হয় ভগৎ সিংয়ের। যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আন্দামান-নিকোবরের সেলুলার জেলে দ্বীপান্তরিত করা হয় বটুকেশ্বর দত্তকে। স্বাধীনতার পর বটুকেশ্বর দত্ত তাঁর স্ত্রীর সঙ্গে পাটনায় বসবাস শুরু করেন। বটুকেশ্বর দত্তের স্ত্রী অঞ্জলিদেবী পাটনার একটি স্কুলের শিক্ষিকা ছিলেন। এরপর ১৯৬৫ সালের ২০ জুলাই দিল্লির এইমস হাসপাতালে মৃত্যু হয় বিপ্লবী বটুকেশ্বর দত্তের।