বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ সেলে এক বাংলাদেশি বিচারাধীন বন্দির মৃত্যু হল। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম বাদশা সেখ (২৫)। গত ২০১৪ সালে অবৈধ ভাবে অনুপ্রবেশ ও মারপিট সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে বাদশাকে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ।
বিচারাধীন অবস্থায় দুর্গাপুর সংশোধনাগারে অসুস্থ বোধ করলে গত ১৪ জানুয়ারি তাঁকে প্রথমে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার এবং সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ সেলে ভর্তি করা হয়। পেটের রোগ ছাড়াও মানসিক অবসাদে ভুগছিল বাদশা। হাসপাতাল সূত্রে জানা গেছে, যথারীতি অন্যান্য দিনের মতই সোমবার রাত্রে তাকে খাবার দেওয়া হয়। কিন্তু সে খায়নি। মঙ্গলবার সকালে পুলিশ সেলের মধ্যেই চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। ইতিমধ্যেই জেলাপ্রশাসনের তরফে সমগ্র ঘটনাটি বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে জানানো হয়েছে।
Like Us On Facebook