.
অপ্রতিরোধ্য গতিতে ৪৪ তম জাতীয় জুনিয়র ভলিবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল বাংলার মহিলা দল। বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে বৃহস্পতিবার কোর্য়াটার ফাইনালে বাংলা ৩-০ সেটে ছত্তিশগড়কে পরাজিত করে। গ্রুপ লিগের খেলায় বাংলা পরপর ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও উত্তরপ্রদেশকে ৩-০ সেটে হারিয়ে কোর্য়াটার ফাইনালে ওঠে। সেমিফাইনালে শুক্রবার বাংলা মুখোমুখি হবে কেরলের। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর বাংলা মহিলা টিম প্রতিযোগিতায় রানার্স হয়েছিল।
Like Us On Facebook