শুক্রবার থেকে গোটা রাজ্য জুড়েই শুরু হয়েছে জনসাধারণের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি কর্মসূচি। তারই অঙ্গ হিসাবে গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়েই প্রতিটি ব্লকে, গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি ধরে রাখতে কোমড় বেঁধে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। শনিবার বর্ধমান উত্তরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নিশীথ মালিকের নেতৃত্বে বড়শুল অঞ্চল জুড়ে করা হল বঙ্গধ্বনি কর্মসূচি পালন। রাস্তায় রাস্তায় মিছিলের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে, রাস্তায় পথচলতি মানুষের হাতে এদিন তুলে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ড। শুধু তাই নয়, আমি তোমাদেরই লোক – তা বোঝাতে এদিন দুপুরে বড়শুল কোড়াপাড়ায় দুপুরের খাবারও খান বিধায়কের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা।
নিশীথ মালিক এদিন জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের আমলে যে সমস্ত প্রকল্পগুলি গ্রহণ করা হয়েছিল ইতিমধ্যেই সেই সমস্ত প্রকল্প নিয়ে দলের পক্ষ থেকে রিপোর্ট কার্ড তুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের হাতে। শুধু তাইই নয়, কোন্ কোন্ প্রকল্পে কতজন সুবিধা পেয়েছেন তাও তুলে ধরা হয়েছে এই রিপোর্ট কার্ডের মাধ্যমে। এরই পাশাপাশি সাধারণ মানুষ কি চাইছেন তাও বোঝার চেষ্টা করছেন তাঁরা। কোন্ কোন্ কাজ করা দরকার তাও সাধারণ মানুষের কাছ থেকে উঠে আসছে। এগুলি তাঁরা নথীভূক্তও করছেন। উল্লেখ্য, শুক্রবার থেকে শুরু হওয়া বঙ্গধ্বনি কর্মসূচি চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিনই প্রতিটি ব্লক, গ্রাম পঞ্চায়েত এলাকায় পিকের টিমের নির্দিষ্ট করে দেওয়া নেতৃত্বরাই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন।