গত কয়েক মাস আগে উদ্বোধন করা হয় মানকর রোডের শ্মশানের নতুন দুটি চুল্লি। উদ্বোধন করেন গলসির বিধায়ক অলোক কুমার মাঝি। ছিলেন এলাকাবাসী সহ বিশিষ্ট জনেরা। বেশ ঠিকঠাকই চলছিল এতদিন। তবে সোমবার মৃতদেহ দাহ করতে এসে এলাকার মানুষ দেখেন চুল্লি দুটির অবস্থা বেহাল। বাধ্য হয়ে নিজেরাই মৃতদেহ ছেড়ে চুল্লি মেরামত শুরু করেন। পরে মেরামত করেই তাতে মৃতদেহ দাহ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, অনেক টাকা খরচ করে দুটি চুল্লি বানানো হয়। পরে ঘটা করে তা উদ্বোধনও করা হয়েছিলো। তবে সেগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল বুদবুদ চেম্বার অফ কমার্সের কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে চুল্লি দুটির বেহাল অবস্থা। এলাকাবাসীরা বলেন, সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে যেটা করা হয়েছিল তা রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে। এই বিষয়ে এলাকার বিধায়কের কাছে তাঁরা অভিযোগ জানাবেন যাতে দ্রুত মেরামত ও নিয়মিত ভাবে রক্ষণাবেক্ষণ করা হয়।

Like Us On Facebook