.

গরম ডালের গামলায় পড়ে গিয়ে মৃত্যু হল দু’বছরের শিশুর। মৃত শিশু কন্যার নাম অনন্যা কর্মকার। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কাঁদরায়। জানা গেছে, কাঁদরা গ্রামের পরিমল মুখার্জীর ছেলের উপনয়ন উপলক্ষ্যে প্রতিবেশী মিহির বৈরাগ্যের বাড়িতে রান্নাবান্নার আয়োজন করা হয়েছিল মঙ্গলবার। খেলতে খেলতে দু’বছরের অনন্যা গরম ডালের গামলায় পড়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় কাঁদরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় অনন্যাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোরে অনন্যার মৃত্যু হয়।

Like Us On Facebook