আসানসোলের কুমারপুর ও গোপালপুর অঞ্চলে জিটি রোডের উপর উড়ালপুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসে স্থানীয় হকারদের কাছে কালো পতাকা দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷

দীর্ঘ প্রতিক্ষার পর বুধবার আসানসোলের কুমারপুর লেভেল ক্রসিংয়ের উপর রেলওয়ে ওভারব্রিজ তথা উড়ালপুল তৈরির কাজের শিলান্যাস করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উড়ালপুল তৈরির ক্ষেত্রে যে যে অসুবিধার সম্মুখীন হয়েছেন, সেই প্রসঙ্গগুলি তুলে ধরেন বাবুল সুপ্রিয়৷ পাশাপাশি জানান, এই উড়ালপুলের ক্ষেত্রে রাজ্য সরকার জমি দিয়েছে, অর্থ লগ্নি করছে রেল ও সেল সম্মিলিত ভাবে৷ প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে ৬৩০ মিটার লম্বা ও ৩১মিটার চওড়া এই উড়ালপুল তৈরি হতে চলেছে৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল ডিভিসনের ডিআরএম পিকে মিশ্র সহ অন্যান্যরা৷

এদিকে, রেলের ওভারব্রিজ নির্মাণ হলে হকার উচ্ছেদের কারণে তাঁরা জীবিকা হারাবেন তাই তাদের অবিলম্বে পুনর্বাসন দিতে হবে, এই দাবিতে হকারদের পরিবারগুলি মনোজ সিনেমা হলের সামনে কালো পতাকা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র গাড়ির সামনে বিক্ষোভ দেখান৷ বাবুল সুপ্রিয় গাড়ি থামিয়ে পরিবারগুলির সাথে কথা বলে আশ্বস্ত করেন৷ একই সাথে বলেন, কালো পতাকা ও আসানসোলের উন্নয়ন একসাথে চলতে পারেনা৷ আসানসোলবাসীর দীর্ঘদিনের দাবি মেনে রেল ও সেলের যৌথ উদ্যোগে রাজ্য সরকারের দেওয়া জমিতে এই ওভারব্রিজ তৈরির কাজ শুরু হচ্ছে৷ উন্নয়নের এই কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বাবুল৷ পাশাপাশি হকারদের পুনর্বাসনের সমস্যা মেটাতে হকারদের প্রতিনিধিদের সাথে বৈঠকের জন্য বুধবার দুপুর তিনটার সময় রেলওয়ে অফিসার্স ক্লাবে বৈঠকের সময় দেন৷ যেখানে রেল কর্তৃপক্ষ, সাংসদ ও হকার প্রতিনিধিদের ত্রিপাক্ষিক বৈঠক হবে৷ এই কথায় হকার পরিবারগুলি আশ্বস্ত হয়ে অবরোধ উঠিয়ে নেয় ও কালো পতাকা প্রদর্শন বন্ধ করে৷ যদিও পরে সেই বৈঠক বাতিল হয়ে যায়।



Like Us On Facebook