৫০ মাইক্রনের নীচে প্লাস্টিক ক্যারিব্যাগ ও থার্মোকলের জিনিস পত্র ১ বৈশাখ থেকে দুর্গাপুরে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ হচ্ছে। সেই লক্ষ্যে সচেতনতা বাড়াতে বুধবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান থেকে দুর্গাপুর নগর নিগম পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করা হয়।
এদিন প্লাস্টিক ক্যারিব্যাগ ও থার্মোকল বর্জনে সচেতনতা তৈরির লক্ষ্যে দুর্গাপুর মহকুমা প্রশাসন, দুর্গাপুর নগর নিগম ও দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে এই পদযাত্রার আয়োজন করা হয়। স্কুল পড়ুয়া ও বণিক সভার সদস্যরা ছাড়াও দুর্গাপুর নগর নিগমের কমিশনার অমিতাভ দাস সহ অন্যান্যরা পদযাত্রায় পা মেলান। জানা গেছে, আগামী ৮ এপ্রিল দুর্গাপুরের প্রধান বাজার বেনাচিতির নাচন রোডেও একটি সচেতনতা পদযাত্রার আয়োজন করা হবে।
Like Us On Facebook