মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে কৃষকদের বার্ষিক আয় বৃদ্ধি পেয়েছে ৩ গুণের অধিক। আগে যা ছিল তার থেকে ২০১৬-১৭ তে কৃষকের আয় আড়াই গুণ বেড়েছে এবং ২০১৮ সালে কৃষকের আয় তিন গুণের অধিক হয়েছে। বৃহস্পতিবার কৃষি উন্নয়ন মেলার উদ্বোধনে এসে এমনই দাবি করলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিষ ব্যানার্জী।
তিনি এদিন বলেন, কৃষিতে উৎপাদন ব্যায় কমিয়ে কৃষি ক্ষেত্রে আয় বাড়িয়ে তোলা হয়েছে। শুধু আয় নয় কৃষকদের মান উন্নয়নও ঘটেছে। এছাড়া এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন, রাজ্যের অপর এক মন্ত্রী স্বপন দেবনাথ ও রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার সহ পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার বলেন, বৃষ্টির জল যাতে অপচয় না হয় সেদিকে নজর দিয়েছে সরকার। বৃষ্টির জলকে ধরে সেচের কাজে লাগানোর উপর নজর দিয়েছে সরকার। ইতিমধ্যে ৮৫০ টি চেক ড্যাম তৈরি করা হয়েছে।
এদিন কৃষিমন্ত্রী কৃষি উন্নয়ন মেলার সূচনা করেন। এই মেলাতে থাকছে কৃষি প্রদশর্নী, কৃষকদের সম্মেলন এবং কৃষক পাঠশালা। কৃষি মেলা ২০১৮ চলবে ৪ থেকে ৬ অক্টোবর। সিআইআই-এর উদ্যোগে এই মেলা বর্ধমানের মাটিতীর্থ কৃষি কথার মাঠে শুরু হয়েছে। গোটা জেলা থেকে চাষীরা এই মেলায় অংশ নেবেন।