সোমবার রাতে বাড়িতে একা থাকার সুযোগে এক বৃদ্ধকে খুনের চেষ্টার অভিযোগে বর্ধমান থানার পুলিশ গ্রেফতার করল এক যুবককে। ধৃতের নাম সেখ আসিফ ওরফে চাঁদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাক্তন আমলা রতন চন্দ্র বিশ্বাস নামে ওই বৃদ্ধ থাকেন বর্ধমান শহরের কাজিরহাট এলাকায়। সোমবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ সেখ আসিফ রতন বিশ্বাসের বাড়ি যান এবং জানান রতনবাবুর ছেলে একটি ব্যাগ দেওয়ার জন্য তাকে পাঠিয়েছে।
উল্লেখ্য, সেখ আসিফ মাঝে মধ্যেই রতনবাবুর বাড়িতে যাতায়াত করার সুবাদে পরিচিতই ছিল। স্বাভাবিকভাবেই এব্যাপারে কোনো সন্দেহ হয়নি রতনবাবুর। তিনি দরজা খুলে দিতেই আসিফ ভিতরে ঢোকে হাতে একটি ব্যাগ নিয়ে। এরপর আচমকাই ব্যাগের ভিতর থেকে একটি হাতুড়ি বের করে রতনবাবুর মাথার পিছনে আঘাত করতে থাকে। রতনবাবুর আর্ত চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আসিফকে ধরে ফলে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। মঙ্গলবার আসিফকে বর্ধমান আদালতে পাঠালে বিচারক আগামী ২ নভেম্বর ফের তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়ে জেল হেফাজতে পাঠিয়েছে। এই ঘটনা সম্পর্কে বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় জানিয়েছেন, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে হাতুড়িটিও উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অর্থের জন্যই ধৃত আসিফ বৃদ্ধর উপর হামলা চালায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।