ফের এটিএম জালিয়াতির স্বীকার বর্ধমানের এক নার্সিংহোম কর্মী। বর্ধমান পাওয়ার হাউস পাড়ার বাসিন্দা সঞ্জিত কুমার মন্ডল জানান তাঁর দুই দফায় মোট ৭১ হাজার টাকা এটিএম থেকে উঠে যায়। এই বিষয়ে তিনি বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন।
রবিবার সকালে বর্ধমান শহরের সুভাষপল্লী এলাকার একটি নার্সিংহোমে কাজ করেছিলেন সঞ্জিত মণ্ডল তখন স্বপন কুমার মিত্র নামে এক ব্যক্তি তাকে ফোন করে এটিএম কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে বলে জানায়। সঞ্জিত মণ্ডলের দাবি তাকে কার্ডের শেষের নম্বরটিও বলে দেয় ওই ব্যক্তি। এরফলে তিনি বিশ্বাস করে সব তথ্য ওই ব্যক্তিকে দিয়ে দেন। অন্য একটি অ্যাকাউন্টের তথ্যও একই ভাবে ওই ব্যক্তিকে দেন সঞ্জিত মণ্ডল। এরপর এসবিআই অ্যাকাউন্ট থেকে ৪৭ হাজার এবং অন্য অ্যাকাউন্ট থেকে ২৪ হাজার টাকা তুলে নেওয়া হয়।
এরপর আজ আবার একই নাম্বার থেকে ফোন আসে বলেও অভিযোগ। তিনি জালিয়াতি হচ্ছে বুঝে তিনি ওই ব্যাক্তিকে চেপে ধরতেই ফোন কেটে দেওয়া হয়। পর বহুবার যোগাযোগ করলেও আর ফোন ধরেননি ওই ব্যক্তি। অবশেষে বর্ধমান থানায় অভিযোগ করেন সঞ্জিত মন্ডল। তিনি জানান, নাম্বারটি চালু রয়েছে, পুলিশ চেষ্টা করলে হয়তো ওই চক্র ধরা পরবে।