ফের এটিএমের তথ্য জেনে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিল প্রতারক। প্রতারিত ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন বর্ধমান থানায়। জানা গেছে, বর্ধমান থানার জিয়ারা গ্রামের মনোরঞ্জন মল্লিকের কাছে ব্যাঙ্ক আধিকারিক পরিচয়ে সোমবার একটি ফোন আসে।
স্টেট ব্যাঙ্কের তালিত শাখায় মনোরঞ্জনবাবুর একটি অ্যাকাউন্ট আছে। ওই ব্যাঙ্কের আধিকারিক পরিচয়ে ফোন করে মনোরঞ্জনবাবুর কাছ থেকে এটিএম কার্ডের নম্বর জেনে নেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই মনোরঞ্জনবাবুর অ্যাকাউন্ট থেকে প্রায় ৫০ হাজার টাকা তুলে নেয় প্রতারকরা। মনোরঞ্জনবাবুর দাবি, তিনি শুধু এটিএম কার্ডের নম্বর জানিয়েছেন। এটিএমের পিন নম্বর জানান নি। ত সত্বেও প্রতারকরা টাকা তুলে নিয়েছে।
Like Us On Facebook