দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টের বিলগ্নীকরণ সহ বন্ধ বিওজিএল, হিন্দুস্থান ফার্টিলাইজার, এমএএমসি ও অন্যান্য বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি নিয়ে শুক্রবার রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপন করেন সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্য সরকারের দুর্গাপুর কেমিক্যালস কারখানার বিলগ্নীকরণ প্রসঙ্গটিও তিনি তোলেন। সাংসদ ঋতব্রত জানতে চান কিভাবে শিল্পনগরী দুর্গাপুরের শ্রমজীবি পরিবারগুলি বাঁচবে। তাঁর দাবি অবিলম্বে দুর্গাপুরকে বাঁচাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিক।
Like Us On Facebook