দীর্ঘদিন ধরে দাবি আন্দোলন চালিয়ে গেলেও প্রত্যাশিত কোন সুরাহা না হওয়ায় আগামী ৩ আগষ্ট থেকে গোটা রাজ্যে জুড়ে প্রায় ৬০ হাজার আশা কর্মীরা কর্মবিরতির ডাক দিলেন। শুক্রবার পূর্ব বর্ধমান জেলা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ডাকে কার্জনগেটের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। কার্জনগেটের সামনে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানোর পর তাঁরা মিছিল করে রওনা দেন জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিকের অফিসে।
এদিন এই আশাকর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা ঝর্ণা পাল জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁরা ১৫ দফা দাবি নিয়ে আন্দালন চালিয়ে যাচ্ছেন। নূন্যতম মজুরি, বঞ্চনা, নিপীড়ন, হেনস্থা ও বিনা পারিশ্রমিকের কাজ বন্ধ করা, সরকারি কর্মীর স্বীকৃতি এবং ২১ হাজার টাকা মাসিক বেতন প্রভৃতির দাবি নিয়ে তাঁরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনও তাঁদের দাবি মেটেনি। আগামী মঙ্গলবারের মধ্যে তাঁদের দাবি না মিটলে তাঁরা ৩ আগস্ট থেকে গোটা রাজ্য জুড়েই কর্মবিরতি পালন করবেন। কর্মবিরতিতে আশা কর্মীরা কোনভাবেই কোন কাজ করবেন না।