বর্ধমান পুরসভার এমসিআইসি পদ সহ তৃণমূল কংগ্রেসের শহর সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে দলের উর্ধতন কর্তৃপক্ষের কাছে পদত্যাগ পত্র দিলেন অরূপ দাস। রবিবার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষত, আগামী পঞ্চায়েত ভোট এবং পুরভোটের প্রাক্কালে অরূপবাবুর দলীয় নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে অসহযোগিতা এবং তাদের আচরণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে অভিযোগ তুলে অরূপবাবুর এই পদত্যাগ নিয়ে রবিবার গোটা শহর জুড়েই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পদত্যাগপত্র জমা দেবার বিষয়টি স্বীকার করেছেন অরূপবাবু।
অরূপবাবু জানিয়েছেন, তিনি কাউন্সিলার হিসাবে তাঁর ওয়ার্ডের উন্নয়নের জন্য সর্বদা চেষ্টা করে গেছেন। কিন্তু তারপরেও তাঁকে নানাভাবে অপমানিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি জানিয়েছেন, তিনি দলের জন্য কাজ করেই চলেছেন। তাঁর বাড়িটা এখন পার্টি অফিসে পরিণত হয়েছে। ১৯৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করছেন উত্তম সেনগুপ্ত এবং তিনি। দলের সুপ্রীমো তাঁকে অনেক পদ দিয়েছেন। দল অনেক কিছু দিয়েছে। কিন্তু সংগঠনের ক্ষেত্রে তিনি সহযোগিতা পাচ্ছেন না। তবুও তিনি চেষ্টা করেছেন সংগঠনকে সাজিয়ে তোলা এবং শক্তিশালী করার জন্য। কিন্তু এই অসহযোগিতার জন্যই তাঁকে অব্যাহতি দেবার জন্য তিনি আবেদন জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বর্ধমান পুরসভাতেও কাজ করার ক্ষেত্রে মতপার্থক্য সৃষ্টি হচ্ছে অনেক কাউন্সিলরের সঙ্গেই। তাই দলের উর্ধতন নেতৃত্বের কাছে তাঁরা সমস্ত বিষয়টি আগেই জানিয়েছেন, অব্যাহতিও চেয়েছেন। তা বিবেচনাধীন।