সোমবার ২১ জুলাইয়ের সমর্থনে টাউনহল থেকে রাজবাড়ি পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করা হয় জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। মিছিলে পা মেলান মন্ত্রী অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ, সিদ্দুকুল্লা চৌধুরী সহ অনান্যরা।
এদিন ২১ জুলাইয়ের সমর্থনে বর্ধমানে তৃণমূল কংগ্রেসের মিছিলে উপস্থিত হয়ে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা নিয়ে কটাক্ষ করলেন অরূপ বিশ্বাস। তিনি বলেন মাঠে দশ হাজার লোক ভরাতে পারে না। ঝাড়খণ্ড, বিহার থেকে লোক আনা হয়েছিল মোদীর সভা ভরাতে। যারা ১০ হাজার লোক জোগাড় করতে পারে না তারা আবার জেতার স্বপ্ন দেখে কি করে। প্যাণ্ডেলের ছাউনি ভেঙে পড়া নিয়ে তিনি বলেন বিশৃঙ্খল দল। সবাই নেতা। সবাই মঞ্চে উঠলে মঞ্চ তো ভাঙবেই।
Like Us On Facebook