পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েতের ত্রিস্তর জনপ্রতিনিধিদের কড়া বার্তা দিলেন রায়নার পঞ্চায়েতীরাজ সম্মেলনে মন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার রায়নার সেহারা বাজারের মাঠে রায়না ১ ও ২, খণ্ডঘোষ, জামালপুর এবং মেমারীর দুটি ব্লক নিয়ে মোট ছ’টি ব্লকের পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে পঞ্চায়েতীরাজ সম্মেলন অনুষ্ঠিত হল। জনপ্রতিনিধিদের পাশাপাশি বিধায়ক, সংসদ, তৃণমূল কংগ্রেসের ব্লক, অঞ্চল সভাপতি ও দলীয় কর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জেলার নেতৃত্ব।
পূর্ব বর্ধমানের দলীয় পর্যবেক্ষক মন্ত্রী অরূপ বিশ্বাস দলীয় কর্মী ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্য বলেন পাড়ায় পাড়ায় ঘুরে রিপোর্ট তৈরি করুন। রাজ্য সরকারি পরিষেবা কারা পাচ্ছে বা কারা পাচ্ছে না তার তালিকা তৈরি করতে হবে। যারা পাচ্ছে না তারা কেন বঞ্চিত হচ্ছে তারও কারণ জানতে হবে। যারা জনপ্রতিনিধি হয়েও ঠিক মত মানুষের পাশে থাকবে না তারা পঞ্চায়েতের টিকিট চাইতে আসবেন না। এদিনের সম্মেলনে মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দেবনাথ ও জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু উপস্থিত ছিলেন।