নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়া দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় পূর্ব বর্ধমানের বুদবুদের মসজিদ তলার বাসিন্দা শেখ আরিফ ৬৫ কেজি বিভাগে প্রথম স্থান অধিকার করে সোনার পদক ছিনিয়ে নিলেন। ২৪ নভেম্বর নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়া দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় ৮ টি দেশের প্রতিযোগিরা অংশ নেন। ভারতের প্রতিনিধি বুদবুদের বাসিন্দা শেখ আরিফ সকল প্রতিযোগিকে পিছনে ফেলে ৬৫ কেজি বিভাগে প্রথম স্থান অর্জন করে সোনার পদক ছিনিয়ে নেন। শেখ আরিফের এই কৃতিত্বে সারা দেশের সঙ্গে পূর্ব বর্ধমানের বুদবুদের মানুষের মুখেও হাসি ফোটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কেবলমাত্র নেপালে নয় শেখ আরিফ এর আগেও মিস্টার বেঙ্গল সহ দেশের বিভিন্ন বড় ইভেন্টগুলিতেও উল্লেখযোগ্য সাফল্য পান। জানা গেছে, আরিফের বাবা শেখ আখতার বুদবুদ বাজারেই একটি মাংসের দোকান চালান। ছেলে পড়াশোনা শিখে বড় হোক এই ছিল শেখ আখতারের মনের ইচ্ছা। কিন্তু ছেলে শেখ আরিফ স্নাতক স্তরে পড়তে পড়তেই পড়াশোনা ছেড়ে দেহসৌষ্ঠব নিয়ে মেতে ওঠেন। এরপরে বাড়িতেই একটা জিমও গড়ে তোলেন আরিফ। দেহচর্চা নিয়ে শেখ আরিফের জিমের খুব নামডাক আছে বুদবুদে। সাউথ এশিয়া দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শেখ আরিফ এখন আরও বড় মঞ্চে পদক জয়ের স্বপ্ন দেখছে।