দুর্ঘটনার কবলে আরামবাগ-বরাকর রুটের যাত্রীবাহি বাস। দ্রুতগতিতে আরামবাগ থেকে বরাকরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায় যাত্রীবাহী বাসটি, ঘটনায় আহত হয়েছেন ৪ জন। তাঁদের নবাবহাট এলাকার একটি বেসরকারী হাতপাতালে ভর্তি করা হয়। ১৯ নম্বর জাতীয় সড়কের নবাবহাট সংলগ্ন এলাকার ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আরামবাগ-বরাকর রুটের বাসটি দ্রুত গতিতে আরামবাগের দিক থেকে বরাকরের দিকে যাচ্ছিল ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে। সেই সময় নবাবহাট সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্গাপুরগামী লেনের পাশে নয়নজুলিতে উল্টে যায় বাসটি। ঘটনায় বাসটির ২ জন হেল্পার ও ২ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে নবাবহাট এলাকার একটি বেসরকারি হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় জেরে ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরগামী লেন বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্ধমান থানার পুলিশ।