গুটখা ও তামাক জাতীয় পানমশলার বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলা দুর্নীতিদমন শাখা, বর্ধমান থানার পুলিশ এবং খাদ্য দফতরের যৌথ উদ্যোগে শনিবার বর্ধমান শহরের তেঁতুলতলা বাজারে অভিযান চালানো হয়। প্রায় ২০০০ প্যাকেট তামাকজাতীয় পানমশলা, গুটখা বাজেয়াপ্ত করা হয়। সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশে তামাক জাতীয় পানমশলা ও গুটখা বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু অভিযোগ, তারপরেও বর্ধমান শহরজুড়ে যত্রতত্র এগুলি বিক্রি হওয়ায় এদিন হানাদারি চালানো হয়। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীতেও এই ধরণের অভিযান আরও চালানো হবে।
Like Us On Facebook