ফের অ্যাসিড কান্ডে গ্রেফতার হল আরও এক। ধৃতের নাম নির্মল কুমার দাস, চাকদা নদীয়ার বাসিন্দা। পেশায় ব্যবসায়ী নির্মল বাবুকে যাবতীয় কাগজ পত্র নিয়ে ডেকে পাঠায় গোয়েন্দারা। দীর্ঘক্ষণ জিঞ্জাসাবাদ করার পর, তার কাছে ব্যবসার উপযুক্ত প্রমাণপত্র না থাকায় অ্যাসিড বিক্রির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার তাকে বর্ধমান জেলা আদালতে তোলা হয়। দিন কয়েক আগে বর্ধমান শহরের ১০৮ শিবমন্দির সংলগ্ন নবাবহাট থেকে খদ্দের সেজে বিশ্বজিৎ দত্ত নামে এক অ্যাসিড বিক্রেতাকে গ্রেফতার করে সিআইডি। তাকে জিজ্ঞাসাবাদ করে বড়ো চক্রের হদিস পায় গোয়েন্দারা। এর পরেই এই নির্মল দাসের হদিস পায় তারা।
Like Us On Facebook