Photo: Collected

ফের করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলল পূর্ব বর্ধমানে। ফের সেই খণ্ডঘোষের বাদুলিয়া গ্রাম। এবার আক্রান্ত ৯ বছরের বালিকা প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির ভাইয়ের মেয়ে।

শুত্রুবার পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, জেলা থেকে যাঁদের নমুনা পাঠানো হয়েছিল গতকাল তার রিপোর্ট এসেছে। সেখানে ৯ বছরের এক বালিকার নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে। মনে করা হচ্ছে জেলায় প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় এই সংক্রমণ ছড়িয়েছে। এদিন ভোরেই ওই বালিকাকে দুর্গাপুরের কোভিড লেভেল ৩ হাসপাতালে পাঠানো হয়েছে।

গত শনিবার খণ্ডঘোষের বাদুলিয়া গ্রামে প্রথম আক্রান্ত ব্যক্তির নমুনায় করোনা সংক্রমণের পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছিল। প্রশাসন সূত্রে জানানো হয়েছিল, কলকাতার মেটিয়াবুরুজ থেকে এসেছিলেন ওই ব্যক্তি। এবার ফের একই পরিবারের এক বালিকার রিপোর্ট পজিটিভ আসায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে জেলা জুড়ে।

Like Us On Facebook