.
মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারের সম্মান প্রকল্পের অধীনে ব্লক স্তরে এবার মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করল দুর্গাপুর মহকুমা প্রশাসন। মঙ্গলবার প্রাথমিকভাবে অন্ডাল ব্লকের পঞ্চায়েত সমিতির ভবনে অন্ডাল ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক ঋত্বিক হাজরার তত্বাবধানে শুরু হল মার্শাল আর্ট প্রশিক্ষণ। দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে এই প্রশিক্ষণ শিবিরের উদ্ধোধন করেন। অন্ডাল ব্লকের বিভিন্ন স্কুল থেকে ৫০ জন কন্যাশ্রীকে প্রাথমিক ভাবে বাছাই করে প্রশিক্ষকরা আগামী তিন মাস ধরে মার্শাল আর্টের প্রশিক্ষণ দেবেন বলে জানা গেছে। দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে বলেন, ‘প্রাথমিক ভাবে অন্ডাল ব্লকের বিভিন্ন স্কুল থেকে ৫০ জন কন্যাশ্রীকে আত্মরক্ষার্থে মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই ৫০ জন পরে তাদের বিভিন্ন স্কুলে গিয়ে মার্শাল আর্ট প্রশিক্ষণ দেবে। এই ভাবে গোটা অন্ডাল ব্লকের বিভিন্ন এলাকা জুড়ে কন্যাশ্রীদের সম্মান প্রকল্পে মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী সময়ে মহকুমা জুড়ে মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।’