জমি হাঙরদের কাছ থেকে সরকারি খাস জমি দখল মুক্ত করে সামাজিক কাজে ব্যবহারের উদ্যোগ নিল অন্ডাল পঞ্চায়েত সমিতি। অন্ডালের ২নং জাতীয় সড়কের পাশের এক একর জমি জমির দালালদের কাছ থেকে দখল মুক্ত করে অন্ডাল পঞ্চায়েত সমিতি।
মঙ্গলবার অন্ডাল থানার পুলিশ ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা মিলে মাপজোপ করে ওই জমি চিহ্নিত করেন। জানা গেছে ওই জমির বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতি কালোবরণ মন্ডল বলেন ওই এক একর জমি দখল করে জমির দালালরা বিক্রির উদ্যোগ নিলে গোপন সুত্রে খবর পেয়ে আমরা উদ্ধারের উদ্যোগ নিয়েছি। কালোবরণবাবু আরও বলেন, ওই সরকারি খাস জমি গরীব মানুষের কল্যাণে ব্যবহার করা হবে।
Like Us On Facebook