কিছুদিন আগে অনিতা বাদ্যকর নামে এক মহিলা অন্ডালের কাজোড়া গ্রামের বাদ্যকর পাড়ায় তাঁর বাবার বাড়িতে এসেছিলেন। একদিন সকালে তিনি দুটি চোখেই কিছু দেখতে পাচ্ছেন না বলে বাড়িতে জানান। এরপর ওই মহিলার বাবা কাজোড়ার স্বেচ্ছাসেবী সংস্থা মানবিক-এর সদস্যদের কাছে সাহায্য চান। মানবিক-এর সদস্যরা তড়িঘড়ি তাঁকে চোখের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে চোখে কি সমস্যা হয়েছে বুঝতে না পেরে ওই মহিলাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে রেফার করেন। সেখানে জানা যায়, তিনি জটিল স্নায়ু রোগে ভুগছেন, যার চিকিৎসা অত্যন্ত ব্যায়বহুল। এরপর স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে প্রায় ১২ দিন চিকিৎসারর পর ওই মহিলা দৃষ্টিশক্তি ফিরে পান। বুধবার তিনি হাসপাতাল থেকে বাবার বাড়িতে ফিরে আসেন।

এই সংস্থার সম্পাদক সুবীর মন্ডল বলেন, আমরা কোভিড কালের শুরু থেকেই মানুষের জন্য কাজ করে চলেছি। এই মহিলার দৃষ্টি ফিরে পেতে সাহায্য করাটাই আমাদের সংগঠনের পক্ষ থেকে সবচেয়ে বড় সাফল্য। এই মহিলার স্বাস্থ্য সাথী কার্ড থাকার জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করাতে পেরেছি এবং উনি দৃষ্টি ফিরে পেয়েছেন। অনিতা বাদ্যকর বলেন, ‘আমি মুখ্যমন্ত্রী এবং মানবিক-এর দাদাদের ধন্যবাদ জানাতে চাই। এনাদের সাহায্যে আজ আমি আবার পৃথিবীর আলো দেখতে পেয়েছি। আমি জীবনে কোনদিন এনাদের এই উপকার ভুলতে পারবনা।’

Like Us On Facebook