খান্দরার ভুঁইয়া পাড়ায় দেবানন্দ বাউরীর খুনের ঘটনায় পুলিশ দেবানন্দের স্ত্রী লালমতি ও লালমতির আগের পক্ষের দেওর আমরজিৎ ভুঁইয়াকে গতকাল রাত্রে গ্রেফতার করে সোমবার সকালে দুর্গাপুর আদালতে তুললে বিচারক লালমতি ও অমরজিৎকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশ ধৃতদের জেরা করে এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কনা সে বিষয়ে নিশ্চিত হতে চায়। পুলিশ সূত্রে জানা গেছে লালমতির প্রথম স্বামী সুরেশ ভুঁইয়া মারা যাবার পর দেওর অমরজিৎ-এর মাধ্যমে ধানবাদের নিরসার বাসিন্দা দেবানন্দ বাউরীর সঙ্গে প্রথমে প্রেম ও পরে পরিণয় হয় লালমতির। একই সঙ্গে দেওর অমরজিৎ-এর সঙ্গে প্রেম পর্ব চালিয়ে যায় দুই সন্তানের জননী লালমতি। গত শুক্রবার থেকে হঠাৎ দেবানন্দ বাউরী নিখোঁজ হয়ে যায়। রবিবার পড়শিরা লালমতির বাড়ি থেকে পচা গন্ধ পেয়ে বাড়িতে ঢুকলে বাক্সবন্দি মৃত দেবানন্দকে দেখতে পায়। পুলিশ লালমতি ও অমরজিৎকে গ্রেফতার করে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন বলে মনে করছে পুলিশ।