আগামী ১৭ ফেব্রুয়ারি অন্ডাল থেকে হায়দরাবাদ বিমান পরিষেবা শুরু হচ্ছে। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া এই পরিষেবা শুরু করছে বলে কাজী নজরুল ইসলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি সূত্রে জানা গেছে। সপ্তাহে তিন দিন চলবে অন্ডাল-হায়দরাবাদ-অন্ডাল বিমান পরিষেবা। বুধবার, শুক্রবার ও রবিবার সপ্তাহে তিন দিন এই রুটে যাত্রী পরিষেবা দেবে এয়ার ইন্ডিয়া।
অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি রাত ১টা ১৫ মিনিটে হায়দ্রাবাদ থেকে অন্ডাল বিমানবন্দরে পৌঁছবে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান এবং রাত ২ টো ১৫ মিনিটে ফের অন্ডাল থেকে হায়দরাবাদ ফিরে যাবে বিমানটি। এই সময়সূচি অনুযায়ী সপ্তাহে তিন দিন চলবে অন্ডাল-হায়দরাবাদ-অন্ডাল বিমান পরিষেবা। অন্ডাল থেকে দিল্লির উড়ান সফল ভাবে চলার পাশাপাশি খুব শীঘ্রই অন্ডাল থেকে মুম্বাই ও চেন্নাই বিমান পরিষেবা চালু হবে এবং তার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। মুম্বাই ও চেন্নাই বিমান পরিষেবা চালু হলে শিল্পাঞ্চল সহ আশেপাশের জেলার মানুষ ব্যবসা বাণিজ্য এবং চিকিৎসা পরিষেবার সুবিধার জন্য সহজেই অন্ডাল থেকে তাঁদের গন্তব্যে পৌঁছতে পারবেন।