বর্ধমানের মিরছোবা এলাকায় দামোদর কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাসের পাইপ লাইনে লিক হয়ে অ্যামোনিয়া গ্যাস ছড়ানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় মানুষজন জানিয়েছেন, শনিবার সকালে দামোদর কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাসের পাইপ লাইনে লিক হলে তীব্র ঝাঁঝালো গন্ধ তাঁদের নাকে আসে। চোখ-মুখ জ্বালা করতে থাকে। শুরু হয় শ্বাসকষ্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই গন্ধ আর তীব্র হয়। তাঁরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী এসে হাজির হয়। পরে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ টেকনিশিয়ান নিয়ে এসে মেরামত করে। তবে এলাকার মানুষদের অভিযোগ, মাঝে মধ্যেই এই কোল্ড স্টোরেজে পাইপ লাইনে লিক হয়ে এমন গ্যাস বের হয়।
Like Us On Facebook