রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল অ্যাম্বুলেন্স। বেপরোয়া অ্যাম্বুলেন্সটি একটি টোটোকে ধাক্কা মেরে পাশের একটি হোটেলের দেওয়ালে গিয়ে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। ঘটনায় টোটোর চালাক ও দুই যাত্রী আহত ন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে একটি অ্যাম্বুলেন্স কালনা থেকে রোগী নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল আসছিল। বর্ধমান শহরের কালনাগেট এগ্রিকালচারাল ফার্মের কাছে ওই অ্যাম্বুলেন্সটি উল্টো দিক থেকে আসা একটি টোটোতে ধাক্কা মারে। এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি হোটেলের দেওয়ালে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। ঘটনায় তিনজন আহত হয়। টোটো চালক ছাড়াও টোটোর দুই আরোহী আহত হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মাথা, হাত ও পায়ে আঘাত লেগেছে। দুর্ঘনার পর বর্ধমান থানার পুলিশ গিয়ে টোটো ও অ্যাম্বুলেন্সটিকে আটক করেছে। যদিও অ্যাম্বুলেন্স চালক পলাতক।