অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হল বেসরকারি বিএড কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রের। প্রতিবাদে পড়ুয়াদের জাতীয় সড়ক অবরোধ। মৃত ছাত্রের নাম সেখ মোবারক। বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রামের পুবার গ্রামে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান বোলপুর জাতীয় সড়কের গোবিন্দপুরে। আজ, শুক্রবার পরীক্ষা শেষে কলেজের গেটের সামনে বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন মোবারক। সেই সময় বোলপুরের দিক থেকে বর্ধমানমুখী দুটি অ্যাম্বুলেন্স রেষারেষি করে দ্রুত গতিতে যাওয়ার সময় তাদের মধ্যেই একটি অ্যাম্বুলেন্স মোবারককে ধাক্কা মারে বলে অভিযোগ। তাঁকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। এরপরেই কলেজের ছাত্র-ছাত্রীরা তাঁদের নিরাপত্তা ও ট্রাফিক পোস্টের দাবিতে পথ অবরোধ করেন। দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পর অবশেষে প্রশাসনের আশ্বাসে ওঠে অবরোধ।
Like Us On Facebook