স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় কার্বলিক অ্যাসিড খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন মৃতের স্ত্রী। ঘটনাটি ঘটেছে বর্ধমানের শক্তিগড় থানার বৈকুন্ঠপুর গ্রামে। মৃতের নাম ভৈরব রায়(২৮)। তিনি পেশায় গাড়ি চালক।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খাওয়া দাওয়ার পর ভৈরব রায় ও তাঁর স্ত্রী রাখি রায় ও তিন বছরের সন্তানকে নিয়ে ঘুমোতে যান। এরপর মাঝ রাতে হঠাৎই ভৈরব ঘরের দরজা খুলে ‘বাঁচাও, বাঁচাও, জ্বলে গেলাম, জ্বলে গেলাম’ বলে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসেন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে আসেন। মঙ্গলবার গভীর রাতে ভৈরব রায় মারা যান।
ভৈরব রায়ের বাবা সদাই রায় বলেন, ‘বৌমার সঙ্গে গ্রামের একটি ছেলের অবৈধ সম্পর্ক ছিল। সেই নিয়ে ছেলে ও বৌমার মধ্যে প্রায়ই অশান্তি হত। ছেলেকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় বৌমা কার্বলিক অ্যাসিড খাইয়ে দিয়েছে বলেই আমার মনে হচ্ছে।’ যদিও মৃতের স্ত্রী সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার স্বামী কিভাবে অ্যাসিড খেল জানি না।’