বিজেপি করা যাবে না, বিজেপি করলে এই শাস্তি হবে – এই বলে রাতের অন্ধকারে বিজেপির মন্ডল সভাপতির বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজির অভিযোগ। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের রায়ান ১ নং গ্রাম পঞ্চায়েতের নাড়ি বেলবাগান এলাকার ঘটনা। বিজেপির মন্ডল সভাপতি সঞ্জয় দাসের বাড়িতে হামলার অভিযোগ। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ।

সোমবার রাতে নাড়ি গ্রামে বিজেপির মন্ডল সভাপতি সঞ্জয় দাসের বাড়ির সামনে বোমাবাজিকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার জেরে মঙ্গলবার সকালে বিজেপি কর্মীরা বর্ধমান-কালনা রোডের নাড়ি মোড়ে পথ অবরোধ করে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান। প্রায় দু’ঘন্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। যদিও বোমাবাজির ঘটনায় তাদের কেউ জড়িত নয় বলে দাবি তৃণমূলের।

বিজেপির অভিযোগ, সোমবার রাতে বিজেপির মন্ডল সভাপতি সঞ্জয় দাসের বাড়ি লক্ষ্য করে একাধিক বোমা ছোড়া হয়। তারমধ্যে একটি বোমা ফাটেনি। পুলিশ সেটি উদ্ধার করে। বারবার হামলার ঘটনায় সঞ্জয় দাসের পরিবারের লোকজন আতঙ্কিত।

Like Us On Facebook