বিজেপি সমর্থকদের দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাটি পূর্ব বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের গাংপুর হাটতলা এলাকার। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাই এই আগুন ধরিয়ে দিয়েছে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
জানা গেছে, শুক্রবার রাতে গাংপুর হাটতলা এলাকায় বিজেপি সমর্থক রামপ্রসাদ পালের সাইকেল সারাইয়ের দোকানে আগুন লেগে যায়। পাশাপাশি পাশের একটি সেলুনেও আগুন ধরে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আনলেও দোকানগুলি আগুনে ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রামপ্রসাদ পাল বলেন, ‘তাঁর দোকানে তৃণমূল কংগ্রেস কর্মীরা আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।’ যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব রামপ্রসাদ পালের অভিযোগ অস্বীকার করেছেন।
Like Us On Facebook