সন্তানরা বাড়ি থেকে বের করে দেওয়ায় দুয়ারে দুয়ারে ঘুরছেন অসহায় মা। অসহায় বৃদ্ধা কোন পথ খুঁজে না পেয়ে দ্বারস্থ প্রশাসনের। বর্ধমান শহরের তেজগঞ্জে বাড়ি অশীতিপর শেফালি শীলের। তাঁর দুই ছেলে সুবল আর অনিল। দুজনেই প্রতিষ্ঠিত।

বৃদ্ধার অভিযোগ, তাঁর দু’ছেলেই সমাজে প্রতিষ্ঠিত হলেও মা কে দেখে না। উপরন্তু তাঁর কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়েছে। সর্বস্ব দিয়েও পরিবারে কারও মন পান নি মা। চেষ্টা করেছেন নানা ভাবে সমঝোতা করে কোনক্রমে টিঁকে থাকার। কোনো লাভ হয় নি। দুই সন্তান মা কে এক কাপড়ে বের করে দিয়েছেন বাড়ি থেকে। সেই থেকে রাস্তাই ঠিকানা তাঁর। খাবার জুটছে না। সেই থেকে রয়েছেন এক কাপড়ে। আজ কোনো পথ না পেয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন তিনি। অভিযোগ করলেন জেলা পুলিশ সুপারের কাছে। শেষ ভরসা, যদি একটা পথ মেলে। ফিরে পান অন্তত নিজের ঘরে ফিরে যাবার অধিকার।

Like Us On Facebook