নিজের মেয়ে ও নাতনির বিরুদ্ধে নির্যাতন আর নিজের বাড়ি থেকে উৎখাত করার অভিযোগ এনে জেলা প্রশাসনের কাছে দরবার করলেন এক বৃদ্ধা। লক্ষীরাণী কর্মকার নামে ওই মহিলার অভিযোগ খুবই মর্মান্তিক।
লক্ষীদেবীর অভিযোগ, তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল কর্মী। অবসরের আগে নিজের জমানো টাকায় একটি বাড়ি করেন বর্ধমানের ধোকড়া সহিদ এলাকায়। ২০১১ সালে তাঁর মেয়ে স্বামীর সঙ্গে ঝামেলা করে তাঁর বাড়িতে চলে আসে। তারপর থেকে এ যাবৎ মেয়ে আর নাতনির যাবতীয় খরচ বহন করে এসেছেন তিনি। দফায় দফায় আর্থিক সাহায্য করেছেন। বেশ কিছুদিন ধরে তাঁর মেয়ে মালা ও নাতনি সোমানি তাঁর উপর নির্যাতন করতে থাকে। মহিলা থানা একবার মিটমাটও করে দেয়। কিন্তু নির্যাতন চলতেই থাকে। অবশেষে তাঁকে চরম হুমকি দিলে তিতিবিরক্ত হয়ে নিজের বাড়ি ত্যাগ করেন। গত একমাস যাবৎ তিনি এক-কাপড়ে বাড়ি থেকে চলে এসে অন্যের বাড়িতে থাকছেন। লক্ষীদেবী জানান, গত ২২ ফেব্রুয়ারি জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। এসডিও বা থানার ওসি তাঁকে আশ্বাস দিলেও তিনি এখনও বিচার পান নি। তাঁর আরও অভিযোগ, তাঁর মেয়ে এক স্থানীয় তৃণমূল কর্মীর মদতে এসব করছে তাঁর বাড়ি দখলের জন্য। এবিষয়ে মেয়ে মালাদেবীর বক্তব্য জানতে যোগাযোগ করলে তিনি কিছুই বলতে অস্বীকার করেন।