প্রসবকালীন অবস্থায় গায়ে কেরোসিন ঢেলে মা কুকুরকে নৃশংসভাবে পুড়িয়ে মারার অভিযোগ উঠল বর্ধমান শহরে। তিন সদ্যোজাত বাচ্চাকেও পুড়িয়ে মারা হয়েছে বলে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছে বর্ধমান শহরের এক পশুপ্রেমী সংগঠন।

জানা গেছে, সন্তানসম্ভবা সারমেয়র গায়ে আগুন লাগিয়ে মেরে ফেলার অভিযোগে বর্ধমান শহরের গোদা খন্দকর পাড়া এলাকার এক মহিলার বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ জমা করলো পশুপ্রেমী একটি সংগঠন। এই ঘটনায় ওই সারমেয়টির সদ্য জন্ম নেওয়া দুটি বাচ্চা আগুনে পুড়ে রবিবার রাতেই মারা যায়। সোমবার বিকেলে অর্ধদগ্ধ মা সারমেয়টি আরও তিনটি মৃত সন্তান জন্ম দেওয়ার পর সেও মারা যায়। ইতিমধ্যে এই পৈশাচিক ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। মঙ্গলবার বর্ধমানের নবাবহাট পশু হাসপাতালে মৃত কুকুরগুলির ময়নাতদন্ত করা হয়।

মর্মান্তিক এই ঘটনায় আলোড়ন পড়েছে শহর জুড়ে। বর্ধমান শহরের একটি পশুপ্রেমী সংগঠন অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য অর্ণব দাস জানিয়েছেন, শহরের গোদা খন্দকর পাড়ার বাসিন্দা এক মহিলা রবিবার রাতে তাঁর বাড়ির সামনে একটি সন্তানসম্ভবা কুকুরকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করে এবং তার সদ্য জন্ম নেওয়া দুটি বাচ্চাকে মেরে ফেলা হয়। স্থানীয় বাসিন্দারা তাদের সংস্থায় এই ঘটনার বিষয়ে জানান। পরের দিন অর্থাৎ সোমবার বিকেলে আধ পোড়া মা কুকুরটি আরও তিনটি মৃত সন্তান প্রসব করার পর ওই মা কুকুরটিও মারা যায়।

Like Us On Facebook