মামার মেয়ের সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্কের জেরে পরিবারিক কোন্দলে মামাদের হাতে নৃশংসভাবে খুন হল ভাগ্নে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার অন্তর্গত চনচনি কোলিয়ারির রুইদাস পাড়ায়। মৃত যুবকের নাম ভূমিত রুইদাস (২৩)। ভূমিতের বাড়ি পান্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারিতে। ভূমিত মামা বাড়িতেই থাকত বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ভূমিত এক মামার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এই খবর জানাজানি হতেই পারিবারিক সম্পর্ক অবনতি হতে থাকে। সোমবার ভোরে ভূমিত বাড়ির কাছেই একটি মাঠে প্রাতঃকৃত্য সারতে গেলে ভূমিতের চার মামা শাবল দিয়ে পিটিয়ে ভূমিতকে খুন করে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে। অন্ডাল থানার পুলিশের বিশাল বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় অন্ডাল থানার পুলিশ ধীরাজ রুইদাস, সুমিত রুইদাস ও ধরম রুইদাস নামের তিন মামাকে গ্রেফতার করেছে এবং অমর রুইদাস পলাতক বলে জানা গেছে।