.
বুদবুদে ভুয়ো রেশন কার্ড নিয়ে রেশন তোলার অভিযোগ উঠল স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার সকালে রেশন দোকানে রেশন তুলতে গেলে ওই ব্যক্তিকে স্থানীয় মানুষ হাতে নাতে ধরেন বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বপন সরকার নামের ওই ব্যক্তি ভুয়ো রেশন কার্ড নিয়ে রেশন তুলছেন। বর্তমানে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। আর সেই রেশন নিতে রেশন দোকানে স্বপনবাবু ১৯টি রেশনকার্ড নিয়ে আসেন বলে অভিযোগ। এতগুলো রেশন কার্ড নিয়ে সেখানে রেশন তোলা দেখে স্থানীয়দের সন্দেহ হলে বুদবুদ পঞ্চায়েতের সদস্যদের খবর দেওয়া হয়। জানা গেছে, ওই ব্যাক্তির কাছ থেকে চারটি বৈধ রেশন কার্ড পাওয়া যায়। বাকি কার্ডের উপভোক্তারা সকলেই বাংলাদেশে থাকে বলে স্থানীয় মানুষের অভিযোগ। এর পরেই স্বপনবাবুকে বুদবুদ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় পঞ্চায়েত এবং প্রশাসনিক কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন। যদি রেশন কার্ড গুলিতে কোন গড়মিল খুঁজে পাওয়া যায় তখন কড়া ব্যবস্থা নেওয়া হবে।