এক মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুলটি থানার অন্তর্গত বড়িরা মোড় সংলগ্ন ধাওড়া পাড়া অঞ্চলে। পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। একজন পলাতক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার ধাওড়া পাড়ার বাসিন্দা এক কিশোরী গ্রামের পুকুরে স্নান করতে যাচ্ছিল। সেই সময় গ্রামের চার যুবক ওই কিশোরীকে জোর করে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর ওই যুবকরা ধর্ষণের ঘটনা বাড়িতে জানালে তার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় কিশোরীকে।

কিশোরীর পরাবার সূত্রে জানা গেছে, বাড়ি ফিরে ঘটনার কথা কাউকে জানায়নি ওই কিশোরী। অপমানে সে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং একটি সুইসাইড নোট লেখে। শনিবার কোনভাবে সেই সুইসাইড নোটটি কিশোরীর বাবা দেখতে পান। সুইসাইড নোটে অভিযুক্ত চার যুবকের নাম লিখেছিল ওই কিশোরী। এরপর জিজ্ঞাসাবাদ করলে সে পুরো ঘটনার কথা খুলে বলে পরিবারের কাছে। কিশোরীর বাবা অভিযুক্ত চার যুবকের বিরুদ্ধে কুলটি থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার ওই অঞ্চলের মিতন বাউরি(মৃত্যুঞ্জয় বাউরি), প্রদীপ বাউরি ও বিকাশ বাউরিকে গ্রেফতার করে। দীপ বাউরি নামে আর এক অভিযুক্ত পলাতক। মঙ্গলবার পুলিশ ধৃতদের আসানসোল আদালতে তুললে আদালত তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে। জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

Like Us On Facebook