নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন তৈরির প্রতিবাদ করায় বিজেপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পূর্ব বর্ধমানের রায়ান পূর্ব পাড়ার ঘটনা।
বিজেপির অভিযোগ, বর্ধমানের রায়ান পূর্ব পাড়ায় বর্ধমান উন্নয়ন সংস্থার পক্ষ থেকে একটি হাইড্রেন নির্মার কাজ চলছে। সেই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এমনকি নিয়ম মেনেও কাজ করা হচ্ছে না। তারই প্রতিবাদ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সঙ্গেই প্রতিবাদ জানান স্থানীয় বিজেপি নেতা দিব্যেন্দু চৌধুরী। অভিযোগ এরপরই তৃণমূলের পক্ষ থেকে তাঁকে হুমকি দেওয়া শুরু হয়। মঙ্গলবার গভীর রাতে তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, এই ঘটনার সাথে তারা কোনো ভাবেই যুক্ত নয়। এই নোংরা রাজনীতি তৃণমূল করে না।
Like Us On Facebook