বুদবুদে এক শিশুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শিশুটিকে গলা টিপে খুন করার অভিযোগ শিশুর মায়ের। পুলিশ শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার তদন্তে বুদবুদ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বুদবুদ থানার সন্ধিপুরে একটি শিশুকে তার মা বাড়ির মধ্যে একা রেখে পোষ্যদের জন্য ঘাস কাটতে গেলে ফিরে এসে দেখেন তাঁর শিশুটিকে কে বা কারা মেরে ফেলে রেখে গেছে। এই ঘটনার পর ওই মহিলা বুদবুদ থানার দ্বারস্থ হন। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে।
Like Us On Facebook