কার্তিক ঠাকুরের নাম করে বিশ্বকর্মা ঠাকুর বিক্রির অভিযোগে চাঞ্চল্য বর্ধমান শহরের কার্জন গেট এলাকায়। শনিবার, কার্তিক পুজোর দিন বর্ধমান শহরের ছোটনীলপুর এলাকার এক ব্যক্তি কার্তিক ঠাকুরের নামে বিশ্বকর্মা মূর্তি বিক্রি করছিলেন বলে অভিযোগ।
জানা গেছে, এদিন বর্ধমান শহরের বাদামতলার বাসিন্দা পুজা মজুমদার কার্তিক ঠাকুর কিনতে আসেন বর্ধমানের কার্জন গেট এলাকায়। সেখানেই প্রতিমার পসরা নিয়ে বসেছিলেন ছোটনীলপুর এলাকার এক ব্যক্তি। কার্তিক ঠাকুরের মূর্তি কিনতে গিয়ে পুজাদেবী দেখেন বিশ্বকর্মার মূর্তিকে কাপড় পড়িয়ে কার্তিক ঠাকুর বলে চালানো হচ্ছে। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও বিক্রেতা স্বীকার করেছেন, কার্তিক মূর্তির চাহিদা বেশী থাকায় এবং যোগান কম থাকায় অবিক্রিত বিশ্বকর্মা মূর্তিগুলিকে সাজিয়ে গুছিয়ে কার্তিক মূর্তি বলে বিক্রি করা হচ্ছিল। এটা অন্যায় হয়েছে বলে স্বীকার করেন ওই প্রতিমা বিক্রেতা।