কন্যা সন্তান হওয়ায় এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃত গৃহবধুর নাম পুজা দাস (২৩)। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়নার শ্যামসুন্দরের শিবরামপুরে।
মৃত পুজা দাসের বাবা গুরুপদ দাস জানিয়েছেন, প্রায় ৭ বছর আগে সুমন দাসের সঙ্গে বিয়ে হয় পুজার। সুমন দাস পেশায় রাজমিস্ত্রীর কাজ করা ছাড়াও পপকর্ণ বিক্রি করেন। গুরুপদবাবুর অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই পুজার ওপর নানাভাবে নির্যাতন চালাতে থাকে শ্বশুরবাড়ির লোকজন। এরপর তাদের একটি কন্যা সন্তান হওয়ার পর রীতিমত অত্যাচার বাড়তে থাকে। তাকে প্রায়শই মারধর করা হত। এজন্য বার কয়েক আলোচনা করে সমস্যা মেটানোরও চেষ্টা করা হয়। কিন্তু তাতেও অত্যাচার কমেনি। এর জেরেই শনিবার পুজার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সোমবার তার মৃত্যু হয়। এই ঘটনায় রায়না থানায় মৃতার স্বামী সহ শ্বশুরবাড়ির ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।