পরপর তিন কন্যা সন্তান হওয়ায় শেষের কন্যা সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে। প্রতিবাদ করায় মাকে মারধর। এমনকি গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে ঘরের দরজা বন্ধ করে শিকল দেওয়ার অভিযোগ। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে মাকে স্থানীয়রা বর্ধমান হাসপাতালে ভর্তি করলে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতার নাম মাধবী রুইদাস (৩১)। খন্ডঘোষের লোধনা গ্রামের ঘটনা।
মারধরের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তারু রুইদাসের দাবি, অভাবের তাড়নায় সংসার চালাতে অক্ষম হওয়ায় কোনরকম আর্থিক লেনদেন ছাড়াই স্ত্রী ও মেয়েকে সুস্থ রাখার তাগিদেই এক আত্মীয়ের কাছে দুজনের সম্মতিতে মেয়েকে দিয়েছি। এমনকি আমার অজান্তেই স্ত্রী নিজেই গায়ে আগুন দিয়েছে। বাপের বাড়ি সূত্রে জানা গেছে, বছর ১২ আগে তারু ও মাধবীর বিয়ে হয়। তাঁদের তিন কন্যা সন্তান আছে। সম্প্রতি তারু তাঁদের পাঁচ মাসের কন্যা সন্তানকে বিক্রি করে দেয়। এর প্রতিবাদ করায় মাধবীর উপর অত্যাচার শুরু হয়। মাধবীকে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ করেন মৃতার বাপের বাড়ির লোকজন।