অন্ডালের পরাশকোল ওয়েস্ট কোলিয়ারির এক ইসিএল আধিকারিকের বিরুদ্ধে মৃত শ্রমিকের পরিবারের কাছে চাকরি দিতে দু’লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগে অভিযুক্ত ইসিএল আধিকারিকের শাস্তির দাবিতে মৃত শ্রমিকের স্ত্রী খনিমুখে সারা দিন অবস্থান বিক্ষোভ করলেন। এই ঘটনায় পরাশকোল কোরিয়ারির অন্যান্য শ্রমিকরাও খনির উৎপাদন বন্ধ রেখে অভিযুক্ত ইসিএল আধিকারিকের শাস্তির দাবিতে বিক্ষোভে সামিল হন।
জানা গেছে, ২০১৪ সালে পরাশকোল ওয়েস্ট কোলিয়ারির শ্রমিক লক্ষীরাম মাঝি কর্মরত অবস্থায় মারা যান। ইসিএলে কর্মরত অবস্থায় মৃত শ্রমিক লক্ষীরাম মাঝির স্ত্রী বদনি মেঝেন ইসিএল বিভিন্ন দফতরের দ্বারস্থ হন চকরির দাবিতে। ইসিএলের এক আধিকারিক বদনির কাছে মৃত স্বামীর চাকরি তাকে দিতে দু’লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ বদনি মেঝেনের। এই ঘটনা জানাজানি হতেই় উত্তাল হয় পরাশকোল ওয়েস্ট কোলিয়ারি। যদিও বদনির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইসিএলের আধিকারিক বলে জানা গেছে।