নিজের গাড়ির চালকের হাতে ‘খুন’ হলেন চিকিৎসকের স্ত্রী। গুরুতর জখম চিকিৎসক সুব্রত নাগকে ভর্তি করা হয়েছে বর্ধমান হাসপাতালে। মৃতার নাম মৌসুমী নাগ। ঘটনাটি ঘটেছে বর্ধমান থানা সংলগ্ন খোসবাগানের তুলা লেনে। পুলিশ গ্রেফতার করেছে বর্ধমানের বাবুরবাগ এলাকার বাসিন্দা চিকিৎসকের গাড়ি চালক তপন দাসকে।
চিকিৎসকের বাড়ির পরিচারিকা জানয়েছেন, সোমবার বিকেল তিনটে নাগদ অভিযুক্ত গাড়ি চালক চিকিৎসকের বাড়িতে আসেন। এসে আগাম বেতন চান। চিকিৎসক দম্পতি আগাম বেতন দিতে অস্বীকার করায় বচসা শুরু হয় এবং একটি লাঠি নিয়ে চিকিৎসক ও তাঁর স্ত্রীর উপর চাড়াও হয় তপন। তাঁদের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তপন দাস। পরিচারিকার অভিযোগ, সেই সময় তাঁকেও মেরে ফেলার হূমকি দেয় তপন। খবর পেয়ে আশপাশের লোকজন এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। অভিযুক্ত গাড়ি চালককে পুলিশ গ্রেফতার করে এবং চিকিৎসক দম্পতিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৌসুমীদেবীকে মৃত বলে ঘোষনা করেন এবং গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসক সুব্রত নাগ।